নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলামকে তার বাবা-মায়ের পাশে শায়িত করা হয়েছে। সকাল ১১টায় ঢাকা-চিটাগাং মহাসড়কে জানাজা শেষে সিদ্ধিরগঞ্জ মিজমিজি পশ্চিমপাড়া কবর স্থানে তাকে দাফন করা হয়। বেলা ১১টা ৪৫ মিনিটে দাফন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
সকাল ১১টায় জানাজা সম্পন্ন হয়। এটি ছিল তার দ্বিতীয় জানাজা। এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এদিকে, নারায়গঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্যানেল মেয়র নজরুল ইসলামের জানাজায় অংশ নিতে জনতার ঢল নামে। এ সময় শোকাহত মানুষজনকে বিক্ষিপ্তভাবে না থেকে মাইকে সারিবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এসময় নজরুল ইসলামের হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দেওয়া হয়।