বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে রংপুর বিভাগের আট জেলায় আজ বুধবার হরতাল চলছে। সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল শেষ হবে সন্ধ্যা ৬টায়।
হরতালের শুরুতে সকালে রংপুর শহরে মিছিল করেছে ছাত্রশিবির। শহরের দোকানপাট বন্ধ রয়েছে। আন্তঃজেলা বাসসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করে পুলিশ। এরই প্রতিবাদে লালমনিরহাটের বড়বাড়িতে এক সংবাদ সম্মেলনে রংপুর বিভাগ বিএনপির সাংগাঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু বুধবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দেন।
বিডি-প্রতিদিন/ ০৭ জানুয়ারি, ২০১৫/ রশিদা