জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুই দুর্নীতি মামলার শুনানিতে বুধবার আদালতে হাজির হচ্ছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত তৃতীয় বিশেষ জজ অস্থায়ী আদালতে দুর্নীতির এ দুই মামলায় খালেদা জিয়ার উপস্থিতিতে বাদীপক্ষের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল আজ।
খালেদা জিয়ার প্যানেল আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া মুঠোফোনে বলেন, বেগম খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে সরকার অবরুদ্ধ করে রেখেছে। কোনোভাবেই তার আদালতে উপস্থিত হওয়া সম্ভব নয়। তাছাড়া আমিসহ কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে মামলা হওয়ায় আমরাও আদালতে যেতে পারছি না। তবে অন্য আইনজীবীদের দিয়ে সময়ের আবেদন জানাবো।
বিডি-প্রতিদিন/ ০৭ জানুয়ারি, ২০১৫/ রশিদা