রংপুরে ঢিলেঢালাভাবে চলছে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাটের বাসায় সংবাদ সম্মেলন করে রংপুর বিভাগের আট জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু।
রংপুর নগরীর অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। যথারীতি চলছে ব্যাটারিচালিত অটোরিক্সা ও রিকশা। দেশব্যাপী বিএনপির অবরোধ কর্মসূচির কারণে অভ্যন্তরীণ রুটে ভারী যানবাহন চলছে না। বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন চলাচলও।
সকালে রংপুর জেলা ও মহানগর বিএনপি এবং জেলা যুবদল হরতালের সমর্থনে নগরীতে মিছিল করেছে। বেলা ১১টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে নাশকতার চেষ্টার সময় বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ১০ কর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়া সকাল ৭টার দিকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে দুটি হাতবোমা বিস্ফোরণ হয়েছে।
রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বলেন, নাশকতার চেষ্টার সময় নগরীর কামারপাড়া, পার্কের মোড়, জুম্মাপাড়া ও মিঠাপুকুর উপজেলা থেকে বিএনপি-জামায়াতের ১০ কর্মীকে আটক করা হয়েছে। আইন-শৃক্সখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি র্যাব সতর্ক অবস্থায় রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৭ জানুয়ারি, ২০১৫/ রশিদা