জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ মুলতবি চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। তার অনুপস্থিতিতেই সাক্ষ্য গ্রহণ চলবে।
আজ বুধবার সকালে রাজধানীর বকশিবাজারে বিশেষ জজ আদালতের কার্যক্রম শুরু হলে বেগম জিয়ার পক্ষে ২টি মামলার ৪টি আবেদন করা হয়। আবেদনে বলা হয়, গুলশান কার্যালয়ে অবরুদ্ধ ও অসুস্থ্ থাকায়খালেদা জিয়া হাজির হতে পারছেন না। অন্যদিকে দুদকের আইনজীবীরা বলেন, খালেদা জিয়া অবরুদ্ধ নন, চাইলেই আদালতে আসতে পারেন।
পরে উভয় পক্ষের শুনানী শেষে আদালত খালেদার হাজির হওয়ার সময় আবেদন মঞ্জুর করলেও সাক্ষ্য গ্রহণ মুলতবি চেয়ে করা আবেদন খারিজ করে দেন।
এর আগে গত ২৪ ডিসেম্বর দুর্নীতির দুই মামলায় হাজিরা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিডি-প্রতিদিন/ ০৭ জানুয়ারি, ২০১৫/ রশিদা