বর্তমানে দেশের কয়েকটি স্থানের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ চললেও চলতি মাসের শেষের দিকে দেশে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, পাবনা ও শ্রীমঙ্গলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। রংপুর বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি ও দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়াও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
এদিকে, আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. শাহ আলম জানান, দুদিন পর তাপমাত্রা বাড়তে থাকবে, চলমান মৃদু শৈত্যপ্রবাহ চলে যাবে। তবে এ মাসের শেষের দিকে আবার মাঝারি বা তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে।
আবহাওয়ার বিভাগের হিসাব অনুযায়ী, ডিসেম্বর মাসে দেশের ওপর দিয়ে দুইটি শৈত্যপ্রবাহ বয়ে যায়।
বিডি-প্রতিদিন/০৬ জানুয়ারি, ২০১৫/মাহবুব