যশোরে অবরোধ কর্মসূচি চলাকালে গাড়ি পোড়ানোর অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ বিএনপি ও জামায়াত-শিবিরের ৪৯ নেতা-কর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ।
আজ বুধবার সন্ধ্যায় যশোর কোতোয়ালি থানার এসআই শাহিনুর রহমান বাদি হয়ে এ মামলাটি করেন।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় শহরের বারান্দীপাড়া ঢাকারোড ব্রিজের কাছে ও রাত আড়াইটায় খাজুরা স্ট্যান্ডে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় একটি বাসে গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয় হেলপার মোরাদ মোল্যা। বর্তমানে তাকে ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আজ সন্ধ্যায় মামলাটি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৬ জানুয়ারি, ২০১৫/মাহবুব