টানা অবরোধের সমর্থনে বরিশাল নগরীর ভাটিখানা, বাজার রোড এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সাবেক মেয়র মহানগর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে ভাটিখানা থেকে মিছিলটি শুরু হয়ে বাজার রোডে গিয়ে শেষ হয়।
এ সময় পুলিশের একটি টহল দল মিছিল থেকে নেতাকর্মীদের আটকের চেষ্টা করলে তাদের বাধা দেন সাবেক মেয়র সরোয়ার। পরে সরোয়ার চলে যাওয়ার পর সেখান থেকে বিএনপি’র এক কর্মীকে আটক করে নগরীর কাউনিয়া থানা পুলিশ। চলতি টানা অবরোধে ছাত্রদল বিভিন্ন তৎপরতা চালালেও আজ প্রথমবারের মতো মাঠে বিক্ষোভ করলো বিএনপি।
এর আগে বুধবার রাতে গৌরনদী উপজেলার বাটাজোড় বাইচখোলা এলাকায় খড়কুটায় আগুন জ্বালিয়ে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ এবং একটি ট্রাক ভাঙচুর করে উত্তর জেলা বিএনপি’র পিকেটাররা। একই রাতে বরিশাল নদী বন্দরে নোঙর করে থাকা অভ্যন্তরীণ রুটের এমভি জনতা নামে একটি লঞ্চে অগ্নিসংযোগ করে অবরোধ সমর্থকরা। নৌ শ্রমিকরা আগুন নিভিয়ে ফেললেও তার আগেই লঞ্চের দোতলার একটি আসন পুড়ে যায়।
এদিকে, মহানগর সভাপতিসহ ১২ নেতাকর্মীকে আটকের প্রতিবাদে শিবিরের ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে আজ সকাল সাড়ে ৬টার দিকে বরিশাল বিএম কলেজের সামনের রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে ঝটিকা বিক্ষোভ করে শিবিরের একটি দল। এ সময় সেখানে কয়েকটি যানবাহন ভাঙচুর করে তারা।
গতরাতে নগরীর আলেকান্দা জুমির খান সড়কে শিবিরের একটি প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। তবে অভিযান টের পেয়ে আগেভাগেই সটকে পড়ায় ওই আস্তানা থেকে শিবিরের কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি মো. সাখাওয়াত হোসেন।
নগরী এবং জেলাজুড়ে আইন শৃক্সখলা বাহিনী সতর্কাবস্থানে রয়েছে। রাতে পুলিশ পাহাড়ায় কিছু দুরপাল্লার পরিবহন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেলেও আজ সকাল থেকে বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ রুটে কিছু যানবাহন চলাচল করছে। লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৮ জানুয়ারি, ২০১৫/ রশিদা