বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের মূল ফটকের তালা খুলে দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় তালা খুলে দেওয়া হয়।
তবে তালা খুলে দেওয়া হলেও ফটকের বাইরে আগের মতোই পুলিশ প্রহরা রয়েছে। আছে পুলিশের জলকামান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী একাধিক গাড়ি। গেটের বাইরে নারী পুলিশ সদস্যদের অবস্থানও আগের মতোই আছে।
এ ব্যাপারে বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, মূল ফটকের তালা খুলে দেওয়া হয়েছে। তবে নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই রাখা হয়েছে।
এর আগে সোমবার দুপুর ১২টায় খালেদা জিয়াকে কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ রেখে মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/ ০৮ জানুয়ারি, ২০১৫/ রশিদা/আহমেদ