বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। আজ দুপুর আড়াইটার দিকে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। কারাসূত্রে এ খবর জানা গেছে।
গাড়ি পোড়ানোর মামলায় গত মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। রাতে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রেখে বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে তাকে নেওয়া হয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে।
নির্বাচনের বর্ষপূর্তির আগের রাতে গাড়ি পোড়ানোর অভিযোগে পল্টন থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে ফখরুলকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন আদালত। এরপর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি ২০১৫/আহমেদ