বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট তারেক রহমান ও একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকালে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন ওই থানার অপারেশন অফিসার এসআই বোরহান উদ্দিন। মামলা নম্বর- ১৩।
মামলার এজাহারে বলা হয়, সম্প্রতি ইটিভিতে তারেক রহমানের একটি বক্তব্য সম্প্রচার করেছে। তাতে রাষ্ট্রদ্রোহীমূলক বিভিন্ন উস্কানিমূলক বক্তব্যে ছিল। এছাড়া ওই বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের মধ্যে বিভেদের চেষ্টা করা হয়েছে। ওই বক্তব্যের কারণেই তারেক রহমান ও আব্দুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়েছে।