রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মুহুর্তে কোন আলোচনার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।
আজ বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের পায়রা চত্তরে জেলা সমাজতান্ত্রিক দল জাসদের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া দেশকে খণ্ড-বিখণ্ড করার উস্কানী দিচ্ছেন। তাকে উস্কানী দেয়া থেকে নিবৃত করা হয়েছে, অবরুদ্ধ করা হয়নি।
খালেদা জিয়াকে চলমান সংকট সৃষ্টির জন্য দায়ী সরকারের এ মন্ত্রী বলেন, বেগম জিয়া উস্কানী এবং জঙ্গীদের প্রশ্রয় না দেয়ার মর্মে আশ্বস্ত করতে পারলে তিনি সকল কর্মকাণ্ড চালাতে পারবেন।
জেলা জাসদের সভাপতি জাহিদুল ইসলাম টিপুর সভাপতিত্বে জেলা জাসদ আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া,স্থায়ী কমিটির সদস্য শিরিনা আক্তার এমপি। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ এর প্রশাসক অ্যাডভোকেট আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, ঝিনাইদহ পৌর সভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা জাসদের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খুররম ও চন্দন প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৫/মাহবুব