গণতন্ত্র রক্ষার আন্দোলনে জনগণকে পাশে চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার।
বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে দেখা করতে বিকেল ৪টার দিকে তার কার্যালয়ে যান গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন, চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জ্বল।
খালেদা জিয়ার বরাত দিয়ে গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘আমরা তো সন্ত্রাসী জঙ্গিবাদী দল নই। তারপরও কেন আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এটা ঠিক নয়। এটা গণতান্ত্রিক নয়।’
আন্দোলন প্রসঙ্গে খালেদা জিয়া বলেছেন, ‘মানুষের অধিকার রক্ষায় আন্দোলন করছি। জনগণই সিদ্ধান্ত নেবে আন্দোলনের গতিপথ কোন দিকে যাবে।’
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৫/মাহবুব