বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থতার ভান করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সরকারি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে কথা দিচ্ছি, যদি তিনি আসলেই অসুস্থ হয়ে থাকেন আমাকে বললে, আমি কথা দিচ্ছি তাকে সুস্থ করতে যত ডাক্তার লাগে আমি ডাক্তার পাঠিয়ে তাকে সুস্থ করার ব্যবস্থা করবো। তবে অসুস্থতার নামে ভান করবেন না।
আন্দোলনের জন্য খালেদা জিয়ার সব শক্তি শেষ হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, এখন আপনি যা করছেন তা শুধুই আর্তনাদ। আপনাকে আমাদের কষ্ট হয়।
তিনি আরো বলেন, একজন সেনাপ্রধান তখনই মাঠে নেমে আসে যখন তার সকল কর্মীরা মরে যায়। আপনারও তাই হয়েছে বেগম জিয়া। আপনার সব কর্মী আজ মারা গেছে। শুধু আপনিই অবশিষ্ট আছেন। আমাদের কর্মীরা মার খেলেও রাস্তায় থাকে। আর আপনার কর্মীরা কিছু হলেই প্যান্ট খুলে পালিয়ে যায়।
মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া এখন বলছেন, সংলাপ চাই, নির্বাচন চাই এবং নিরপেক্ষ সরকার চাই। কিন্ত ২০১৯ সালের আগে দেশে কোন সংসদ নির্বাচন হবে না। আর সে নির্বাচন শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল ফারুক খান, সদস্য এস এম কামাল হোসেন এমপি, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান লিটন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলিপ বড়ুয়া, ওয়ার্কার্স পাটির ফজলে হোসেন বাদশা এমপি, জাফর সাজ্জাদ, জাসদের নাজমুল হক প্রধান, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-২ আসনের এমপি প্রফেসর হাবিবে মিল্লাত মুন্না, নারী সাংসদ সেলিনা বেগম স্বপ্না প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে, সিরাজগঞ্জের জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সন্মেলনে সাবেক মন্ত্রী সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস সভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মেলনের ২য় অধিবেশনে উপস্থিত সকলের সামনে প্রকাশ্য সমর্থনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৫/মাহবুব