সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. ইমান আলী ইউরোপের মর্যাদাপূর্ণ পুরস্কার 'জুভে-নাইল জাস্টিজ উইথআউট বর্ডার্স ইন্টারন্যাশনাল এওয়ার্ড' লাভ করেছেন। সম্প্রতি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল জুভেনাইল জাস্টিজ অবজারভেটরি বিচারপতি ইমান আলীর হাতে এই পুরস্কার তুলে দেয়।
আইজেজেও-এর আন্তর্জাতিক বিষয়ক পরিচালক বলেছেন, 'এই পুরস্কারের মাধ্যমে ইন্টারন্যাশনাল জুভেনাইল জাস্টিজ অবজারভেটরি শিশুদের অধিকার সুরক্ষায় ইমান আলীর অবদানকে অন্যদের থেকে পৃথক করেছে। সুপ্রিম কোর্টের একজন বিচারপতি হিসেবে তিনি শিশুদের সামাজিক, শিক্ষা ও কল্যাণ সংক্রান্ত চ্যালেঞ্জগুলো সমাধানে বাংলাদেশের আইনি ব্যবস্থার অধীনে বিচারিক সুরক্ষা দেয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে আসছেন। তিনি শিশুদের অধিকার সুরক্ষার ক্ষেত্রে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অনেক দেশের জন্য অনুপ্রেরণামূলক উদাহরণ।'
২০১১ সালের ১৩ জানুয়ারি বিচারপতি ইমান আলীর এক রায়ের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের শারীরিক শাস্তি অবিলম্বে বন্ধের ব্যবস্থা করে।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি ২০১৫/আহমেদ