রাজনৈতিক কর্মসূচি হিসেবে অবরোধকে নিষিদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ শুক্রবার এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। ‘বাংলাদেশের চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভাটি আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “সরকারের প্রতি আমার আহ্বান, অবরোধকে বেআইনি ও অগণতান্ত্রিক ঘোষণা করুন। ধৈর্যের একটা সীমা আছে, সব কিছুর একটা শেষ আছে।”
সাবেক এ মন্ত্রী বলেন, “শীতের মৌসুমে বিএনপির অবরোধের সময় কৃষকরা মৌসুমী সবজি বিক্রি করতে পারছেন না। কৃষকদের বাজার নষ্ট করাই তাদের (বিএনপি) উদ্দেশ্য। তাদের উদ্দেশ্য রফতানি ব্যাহত করা।”
অবিলম্বে অবরোধ বেআইনি ঘোষণা করে অবরোধকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান সুরঞ্জিত।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৫/মাহবুব