কুমিল্লার নাঙ্গলকোটে রেল লাইন কেটে ফেলায় একটি ট্রেনের চাকা লাইনচ্যুত হয়েছে। শনিবার ভোর পৌনে ৫টায় নাঙ্গলকোট রেল স্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এতে চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
নাঙ্গলকোট রেলস্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, নাঙ্গলকোট স্টেশন সংলগ্ন স্থানে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের চারটি ও একটি বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে, তিন ফুটের মতো রেল লাইন কেটে ফেলা হয়েছে। পৌনে ৮টার দিকে লাকসাম জংশন থেকে উদ্ধারকারী ট্রেন রওয়ানা হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৫/আহমেদ