টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ। ভারতের মাওলানা ইসমাইল হোসেন গোদরা বাদ ফজর থেকে বয়ান করেছেন। আজও টঙ্গী অভিমুখী বাস, ট্রাক, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে মানুষ আসছেন। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে। বাদ আসর আজ ইজতেমার বয়ান মঞ্চের পাশেই বসবে যৌতুকবিহীন বিয়ের আসর।
প্রথম পর্বে দেশের ৩১টি জেলার মুসুল্লীরা ৪০টি খিত্তায় এবং বিদেশি মুসল্লিরা মাঠের উত্তর পশ্চিম পাশে নির্মিত বিদেশি নিবাসে অবস্থান নিয়ে বয়ান শুনছেন। ইজতেমার মূল বয়ান মঞ্চ থেকে তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বীরা আগত মুসুল্লীদের উদ্দেশ্যে বয়ান করেন। মূল বয়ান উর্দুতে হলেও সঙ্গে সঙ্গে ওই বয়ান বিভিন্ন ভাষাভাষি মুসল্লিদের জন্য অনুবাদ করা হয়। আগামীকাল রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
বিডি-প্রতিদিন/ ১০ জানুয়ারি, ২০১৫/ রশিদা