'চোরাগোপ্তা' হামলা বন্ধ না করলে বিএনপিকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে জনগনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে শনিবার সকালে ধানমন্ডিতে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির ডাকা অবরোধে সহিংসতার বিষয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, “চোরগোপ্তা হামলা দিয়ে আতঙ্ক সৃষ্টি করা যায়, কিছু অর্জন করা যায় না। চোরাগোপ্তা হামলা বন্ধ না করলে জনগণ সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”
এসময় হানিফ মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় সম্মিলন বিশ্ব ইজতেমার সময়ও অবরোধ প্রত্যাহার না করায় বিএনপির কঠোর সমালোচনা করেন।
হানিফ বলেন, বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নিয়েছেন। নির্বিঘ্নে তাদের ধর্ম পালনের জন্য অযৌক্তিক অবরোধ প্রত্যাহার করার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু অবরোধ প্রত্যাহার না করে তারা প্রমাণ করেছে, মুখে ধর্মের কথা বললেও ধর্মের প্রতি তাদের ন্যুনতম শ্রদ্ধাবোধ নেই।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের নামে ‘মিথ্যা বিবৃতি’ এবং বিজেপি সভাপতি অমিত শাহর সঙ্গে খালেদা জিয়ার ফোনালাপের খবর নিয়েও কথা বলেন হানিফ।
বিজেপি সভাপতি অমিত শাহর সঙ্গে খালেদা জিয়ার ফোনালাপের বিষয়ে তিনি বলেন, “অমিত শাহ খালেদা জিয়াকে ফোন করেননি, বরং খালেদার অফিস থেকে অমিত শাহর ফোনে দুবার চেষ্টা করা হয়েছে। কিন্তু তার ফোন নষ্ট থাকায় খালেদা জিয়ার সঙ্গে তার কোনো কথা হয়নি।”
প্রসঙ্গত, ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তিতে কর্মসূচি পালনে ব্যর্থ হওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন।
বিডি-প্রতিদিন/ ১০ জানুয়ারি, ২০১৫/মাহবুব