সরকার সহিংসতা করে বিএনপি জোটের উপর দায় চাপিয়ে দিতে পারে বলে মন্তব্য করে এ বিষয়ে সর্তক থেকে দেশবাসী ও দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রাজধানীর গুলশান-১ নম্বরের একটি বাসায় শনিবার সকাল সাড়ে ১০টায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারতের জনতা পার্টির (বিজেপি) প্রধান অমিত শাহর ফোনের মাধ্যমে যে কুশালাদি বিনিময় হয়েছে তা নিয়ে আওয়ামী লীগ মিথ্যাচার করছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। সরকার মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, দেশে চালাচ্ছে, দিনানিপাত করছে।
তিনি বলেন, সরকার খালেদা জিয়াকে অবরুদ্ধ রেখে মিথ্যাচার করে বলছে- তাকে অবরুদ্ধ করে রাখা হয়নি। আওয়ামী যা মুখে বলে তা ঘটনা হলো তার উল্টোটা।
বিরোধী দলের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন দমানোর জন্যই প্রশাসনে রদবদল করা হয়েছে বলে অভিযোগ করেন রিজভী।
বাংলাদেশ অর্থনীতিতে সমৃদ্ধ হচ্ছে শুক্রবার প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, প্রধানমন্ত্রীর এ বক্তব্য মিথ্যাচার। দেশ অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে না। বরং আওয়ামী লীগ সরকার টেন্ডারবাজি, লুটপাট, দখলবাজি, চাঁদাবাজি, দুর্নীতি করে অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১০ জানুয়ারি, ২০১৫/মাহবুব