বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশানের রাজনৈতিক কার্যালয় অষ্টম দিনের মতো অবরুদ্ধ আছেন। কার্যালয়ের সামনে এখনো মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার বেলা ১১টা পর্যন্ত কেউ তার সঙ্গে দেখা করতে যাননি।
কার্যালয়ের মূল ফটকে দাঁড়িয়ে আছে ৮/১০ নারী পুলিশ। দু'পাশে রয়েছে সারিবদ্ধ পুলিশ সদস্য। আগের মতো দুইপাশে পুলিশের পিকআপ ভ্যান ও জলকামান রেখে বন্ধ করে রাখা হয়েছে সড়ক। এই সড়ক দিয়ে জনগণের চলাচল এখনো নিয়ন্ত্রণ করছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের মূল ফটকের তালা খুলে দেয় পুলিশ।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি রাত ৮টা থেকেই বেগম জিয়া তার কার্যালয়ে অবরুদ্ধ হয়ে আছেন। যদিও শুরু থেকেই সরকার দলীয় এমপি-মন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের কথা বলে আসছে।
বিডি-প্রতিদিন/ ১০ জানুয়ারি, ২০১৫/মাহবুব