আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচকে বিএনপি-জামায়াতের দালাল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতারা।
শনিবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটি ভবনের খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ সংস্থা দুটি দুষ্কুতিকারীদের সংযোগী সংগঠনে পরিণত হয়েছে। তারা বিএনপি নেত্রী ও মহাসচিবের মানবাধিকার দেখছে কিন্তু সাধারণ মানুষকে পুড়িয়ে মারা দেখছে না। শুধু বাংলাদেশের মানুষের সাথে নয় বরং আন্তজার্তিক নেতৃবর্গের সাথে বিএনপি জালিয়াতি শুরু করেছে মন্তব্য করে খালেদা জিয়াকে বিবৃতির মাধ্যমে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন সাবেক এ মন্ত্রী।
সভায় প্রধান বক্তা খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এ্যামনেস্টি ইন্টারন্যানালকে মানবাধিকার সংগঠনের কলঙ্ক আখ্যা দিয়ে বাংলাদেশে এর কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত্ বলে মন্তব্য করেন। একইসঙ্গে ইজতেমার মধ্যে এ ধরনের কর্মসূচি বিএনপির মধ্যে ভাঙ্গন ডেকে আনবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির এই আন্দোলন তত্বাবধায়ক সরকারের জন্য নয়, বরং খালেদা জিয়ার মামলা থেকে অব্যহতি পাওয়ার এজেন্ডা।
মোবারক আলী সিকদারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, এম এ করিম, হাসিবুর রহমান মানিক, বঙ্গবন্ধু সাংষ্কিৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন, উপদষ্টো জিএম আতিক প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১০ জানুয়ারি, ২০১৫/মাহবুব