বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রান্না করা খাবার নিয়ে প্রবেশ করেছেন মহিলা দলের নেত্রীরা।
শনিবার বেলা পৌনে ৩টায় তারা খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। তবে যাওয়ার আগে পুলিশ তাদের খাবার পরীক্ষা-নিরীক্ষা করেন।
জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফার নেতৃত্বে অন্যদের মধ্যে রয়েছেন নেওয়াজ হালিমা আর্লি, রওশন আরা ফরিদ, শামীমা আক্তার শানু ও এলিজা বেগম।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৫/মাহবুব