বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। মোনাজাতে সামিল হতে টঙ্গীর তুরাগ তীরে নেমেছে মুসল্লিদের ঢল। রাজধানী ঢাকার আশপাশ ছাড়াও দূর-দূরান্ত থেকে শীত উপেক্ষা করে মুসল্লিরা হাজির হয়েছেন ইজতেমা ময়দানে। টঙ্গীর আশপাশ ছাড়াও রাজধানীর সড়কগুলোতে দাঁড়িয়ে মোনাজাতে শরিক হয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই সবখানে ছিল ইজতেমাগামী মুসল্লিদের ভীড়। ট্রেনের ভেতরে জায়গা না হওয়ায় ছাদে করে অসংখ্য মানুষ ইজতেমাস্থলে পৌঁছেছে। লাখো মানুষের ঢলে কেউ পায়ে হেঁটে, কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ প্রাইভেটকারে, কেউ কেউ ট্রাকে করে বিশ্ব ইজতেমা মাঠে উপস্থিত হন।
বিডি-প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৫/আহমেদ