২০১৫ সালের শুরুর তিন মাসে বিএনপি নেতৃত্ত্বাধীন ২০ দলীয় জোটের রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা ও নাশকতার ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, “এইবার নির্বাচনের কারণে বিএনপি জ্বালাও-পোড়াও করেনি। নির্বাচনের দিকে এসেছে- এজন্য বিএনপিকে সাধুবাদ জানাই।”
বৃহস্পতিবার বছরের শেষ দিনে গণভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে এ বছরের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী এবং জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন দুই মন্ত্রণালয়ের মন্ত্রীরা। সেই সঙ্গে ১৬ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে এবারের পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
চলতি বছরের ওই তিন মাসের সহিংস বিএনপির আন্দোলনে দেড় শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। সহিংস সেই রাজনীতিকে ‘দুঃখজনক’ হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, “আশা করি আগামীতে এগুলো ঘটবে না। কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না। যেন ছেলেমেয়েরা ঠিকমত পরীক্ষা দিতে পারে।”
বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর, ২০১৫/মাহবুব