রাজধানীর মিরপুরের পল্লবী বিহারি ক্যাম্প এলাকায় বসবাসরত অবাঙালিদের উচ্ছেদ করা যাবে না। তাদের অবস্থানের বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে উভয় পক্ষকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। খবর বিডি নিউজের।
আজ সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেয়। হাইকোর্টের রায়ের পর উচ্ছেদ কার্যক্রমে স্থিতাবস্থা চেয়ে করা পৃথক দুই আবেদন শুনে এ আদেশ দেয়া হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে আবেদনকারী পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ।
এর আগে পল্লবী বিহারী ক্যাম্পসহ দেশের বিভিন্ন স্থানে নির্ধারিত এলাকায় বসবাসরত উর্দুভাষীসহ অন্যদের উচ্ছেদ করার পদক্ষেপের বিরুদ্ধের করা পৃথক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে ২৯ মার্চ পর্যবেক্ষণসহ রিট খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দেয় হাইকোর্ট। পর্যবেক্ষণে সরকারের পরিকল্পনা অনুসারে এসব ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষীদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র আছে তাদের পর্যায়ক্রমে পুর্নবাসন করতে বলে হাইকোর্ট। এতে ক্যাম্প নির্ধারিত এলাকার বাইরে সরকারি জায়গায় অবৈধভাবে বাসরত উর্দুভাষীসহ অন্যদের উচ্ছেদে বাধা কাটে বলে তখন রাষ্ট্রপক্ষ ও রিট আবেদনকারী পক্ষের আইনজীবীরা জানান।
পল্লবীর ক্যাম্প নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে স্থিতাবস্থা চেয়ে ৩০ মার্চ দুটি আবেদন করে রিট আবেদনকারীপক্ষ। আবেদনে বলা হয়, হাইকোর্ট রুল খারিজ করে দিয়েছে। ফলে পল্লবী এলাকার ক্যাম্প থেকে অবাঙালিদের উচ্ছেদ করার আশঙ্কা থাকায় স্থিতাবস্থা চাওয়া হচ্ছে। পরে চেম্বার বিচারপতি বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেয়। এর ধারাবাহিকতায় সোমবার আবেদন দুটি শুনানির জন্য আপিল বিভাগে ওঠে।
বিডি-প্রতিদিন/ ১৬ মে, ২০১৬/ আফরোজ