একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বলেছেন, ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিতদের অনেকে শপথ নেবেন। কে কে শপথ নেবেন তা বলতে পারব না, তবে নেবেন এটা আমি জানি। অপেক্ষা করেন, দেখবেন। এদের মধ্য থেকে নেবেন। ৯০ দিনের মধ্যেই নেবেন।
শুক্রবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান ডাকসুর সাবেক ভিপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। এসময় তিনি এসব কথা বলেন।
পরে নিজ উদ্যোগে বাদ জুমা ৭৫ এর বঙ্গবন্ধুসহ পরিবারে নিহত সদস্য, জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সময় নিহত সকল শহীদদের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।
বিডি প্রতিদিন/ফারজানা