অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ভালো ঋণগ্রহীতারা মাত্র সাত শতাংশ সুদে ঋণ পাবেন। এমন কি যেসব গ্রাহক নিয়মিত এবং কোন রকম ডিফল্ট নন তাদের পূর্বের নেয়া ঋণগুলোও এখন থেকে সাত শতাংশ সুদ দিয়ে পরাশোধ করতে পারবেন।
সোমবার বিকালে জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) বাংলাদেশ ব্যাংক গভর্নরসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, ভালো ব্যবসায়ীদের উৎসাহিত করতে এমন নিয়ম চালু করতে যাচ্ছে সরকার। যা আগামী ১ মে থেকে কার্যকর হবে। কিন্তু কোন খারাপ ঋণগ্রহীতা এ সুযোগ পাবে না। এছাড়া খেলাপি ঋণগুলো কালেকশনের জন্য অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন করা হচ্ছে।
বিডি প্রতিদিন/২৫ মার্চ ২০১৯/আরাফাত