গণফোরাম থেকে সিলেট ২ আসনের নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান অবশেষে আজ বেলা ১২টার সময় শপথ নিয়েছেন। সংসদ ভনের নিজ কার্যালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত এমপি হিসেবে আজ শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহবুব আরা বেগম গিনি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, উপাধ্যক্ষ আব্দুস শহীদ, আবদুল লতিফ, আবদুস সোবহান গোলাপ এবং আব্দুস সালাম মুর্শেদী এমপি উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে মোকাব্বির খান এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বিডি প্রতিদিন/হিমেল