স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ক্রমে সুস্থ হয়ে উঠছেন। তাকে নিয়মিত ইনসুলিন প্রদান করা হচ্ছে। তিনি নিয়মিত রোজাও রাখছেন এখন।
মঙ্গলবার সচিবালয়ে বিজিএমইএ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান।
বেগম জিয়া শারিরীকভাবে আগের চেয়ে সুস্থ আছেন উল্লেখ করে তিনি বলেন, ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারকে জাদুঘরে রূপান্তরের কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল ছাড়ার পর তাকে কেরানীগঞ্জের কারাগারে নিয়ে যাওয়া হবে। কেরানীগঞ্জ কারাগারে তাকে রাখতে জেল কোড অনুযায়ী সব ব্যবস্থা নেয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুরনো কেন্দ্রীয় কারাগারকে জাদুঘরে রূপান্তর করা হবে। তাই বেগম জিয়াকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হলে তাকে কেরানীগঞ্জে তৈরি করা নতুন কারাগারে নিয়ে যাওয়া হবে। জেলখানায় যা যা প্রয়োজন, জেল কোড অনুযায়ী তার সব কিছুর ব্যবস্থা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/১৪ মে ২০১৯/আরাফাত