ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করলো বিএনপি। মঙ্গলবার রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে এ ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে বিভিন্ন দেশের কূটনীতিকদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরাও অংশ নেন।
ইফতার পার্টিতে বিদেশি কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি, ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস, চীনের রাষ্ট্রদূত ঝেং ঝু, ডেপুটি হেড অব মিশন চেন উই, ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি অ্যানিক বোরডিন, অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেট, যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ মিশন জোয়েল রিফম্যান, কানাডার হাইকমিশনার বেনোয়েট প্রেফনটেন, পালিটিক্যাল কাউন্সিলর বেরি ব্রিস্টম্যান, তুরস্কের রাষ্ট্রদূত দামরিম ওজতুর্ক, পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকার, ভারতের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) রাজেস উইক, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন, আফগানিস্তানের রাষ্ট্রদূত আবদুর রহিম ওরাজ, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি মিয়া সিপ্পু, রেডক্রসের হেড অব ডেলিগেশন ইফতিয়ার আসানালব, ইউইইউর চার্জ দ্য অ্যাফেয়ার্স কংস্টামসন বার্ডাকিস প্রমুখ।
এছাড়া সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, কাতার, লিবিয়া, শ্রীলংকা, রাশিয়া, সুইডেন, ডেনমার্ক, ভুটান, নেদারল্যান্ড, ইরান, ভিয়েতনাম ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরা ইফতার পার্টিতে যোগ দেন।
ইফতার মাহফিলে আসা অতিথিদের অভ্যর্থনা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, আমীর খসনরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রমুখ দলটির শীর্ষ নেতারা কূটনীতিকদের টেবিলে গিয়ে কুশল বিনিময় করেন। বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ দলটির নেতাদের সঙ্গে বিদেশি কূটনীতিকদের পরিচয় করিয়ে দেন।
দেশের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক আসিফ নজরুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক দিলারা চৌধুরী, শাহদীন মালিক, ড. বোরহান উদ্দিন। এছাড়া ইফতার পার্টিতে দেশের বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিকও অংশ নেন।
বিডি-প্রতিদিন/১৪ মে, ২০১৯/মাহবুব