হঠাৎই ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে ঝড় হয়েছে রাজধানীতে। শক্তিশালী এ ঝড়ের কবলে পড়ে বিভিন্ন স্থানে গাছপালা ও স্থাপনা উড়ে গেছে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম এ ব্যাপারে গণমাধ্যমকে জানান, ইফতারের পর রাজধানীতে ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়। সেই সঙ্গে মুষলধারে বৃষ্টিও হয়।
জানা যায়, এ ঝড় ইফতারের পরপরই হওয়ায় ঘরে ফেরা অনেক মানুষ বেশ বিপাকে পড়ে। সঙ্গে দমকা বৃষ্টি থাকায় ভোগান্তি আরও বেড়ে যায়।
এদিকে, জৈষ্ঠ্য মাসে এমন আরও কালবৈশাখী মাঝে মধ্যে হানা দেবে বলে গণমাধ্যমকে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিডি-প্রতিদিন/শফিক