হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বাজেট অধিবেশনে শনিবার প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নেন রওশন এরশাদ। আলোচনার এক পর্যায়ে তিনি এরশাদের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
রওশন এরশাদ বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ এখন অনেক অসুস্থ। তবে কিছুটা ভালোর দিকে। দুর্বল রয়ে গেছেন। সেজন্য মানসিকভাবে বিপর্যস্ত আমরা। সবার কাছে দোয়া প্রার্থনা করছি।
প্রসঙ্গত, গত বুধবার সকাল ৯টায় হুসেইন মুহম্মদ এরশাদকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/২৯ জুন, ২০১৯/মাহবুব