বরগুনার স্ত্রীর সামনে স্বামী রিফাত শরীফকে কুপিয়ে হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশনা চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
একইসঙ্গে, খুনিরা যেন দেশ ত্যাগ করতে না পারে সে বিষয়ে দেশের সব বন্দরে রেড অ্যালার্ট জারির নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
এদিকে এ মামলার আসামিদের গ্রেফতারে আগেই রেড অ্যালার্ট জারি করে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ ব্যাপারে যশোরের বেনাপোল ও শার্শাসহ দেশের বিভিন্ন সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শনিবার বিকেল থেকে এই সর্বোচ্চ সতর্কতা জারি করে ইমিগ্রেশন পুলিশ, থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি আসামিদের তালিকাও পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল