জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর নিয়ে না খেলার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একই সঙ্গে কবর সরানোর চেষ্টা হলে সাধারণ মানুষ অবস্থান গ্রহণ করবে বলেও হুঁশিয়ারি করেন তিনি।
রবিবার প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্রমিক দল আয়োজিত এক মানববন্ধনে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা এসব কথা বলেন।
এর আগে, শনিবার সংসদ ভবনের নকশায় জিয়াউর রহমানের কবর নেই জানিয়ে তা সেখান থেকে সরিয়ে ফেলার ইঙ্গিত দিয়েছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সেই প্রসঙ্গে টেনে নজরুল ইসলাম খান বলেন, মোজাম্মেল সাহেবদের কাছে পাকিস্তানের করা নকশা এত পছন্দ হয়ে গেছে কেন? পাকিস্তানের করা ডিজাইন বাস্তবায়নের জন্য বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর সরিয়ে দিতে হবে? আপনাদের তো পাকিস্তানকে এত ভালোবাসার কথা নয়।
নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নেতাকর্মীদের গ্রেফতার করে আন্দোলন বন্ধ করা যায় না তা আপনারাই তো ভালো জানেন। ৬ দফার পরে বহু নেতা গ্রেপ্তার হয়। কিন্তু ৭০ এর নির্বাচনে কি আপনাদের হারাতে পেরেছে? আজও একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখুন না, কিভাবে আপনারা বিএনপির কাছে হেরে যান দেখবেন।
বিডি-প্রতিদিন/৩০ জুন, ২০১৯/মাহবুব