আলোচিত পুলিশ কর্মকর্তা ডিআইজি মিজানুর রহমানের জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার মহানগর ঢাকা মহানগর দায়রা আদালতের বিচারক ইমরুল কায়েস শুনানি শেষে এ আদেশ দেন।
ডিআইজি মিজানকে শাহবাগ থানা হেফাজত থেকে আদালতে তোলা হয়।
এর আগে সোমবার আগাম জামিনের আবেদনের শুনানি শেষে আদালত ডিআইজি মিজানের জামিন নামঞ্জুর করে তাকে পুলিশের হাতে তুলে দেন।
আবেদনের প্রেক্ষিতে আদালত বলেন, ডিআইজি মিজান পুলিশের ভাবমূতি নষ্ট করেছেন। তাকে আমরা জামিন দিতে পারি না।
বিচারপতি ওবায়েদুল হাসান ও বিচারপতি কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই জামিন শুনানি হয়।
এর আগে গত ২৫ জুন রাতে ডিআইজি মিজানকে বরখাস্ত করে পুলিশ অধিদফতরে সংযুক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আদেশ জারি করা হয়।
বিডি প্রতিদিন/কালাম