জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ চোখ মেলে তাকিয়েছেন বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।
মঙ্গলবার সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এসময় তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি মঙ্গলবার সকালে চোখ মেলে তাকিয়েছেন।
প্রসঙ্গত, গত ২২ জুন কিডনি জটিলতা, ফুসফুসে সংক্রমণসহ নানা জটিলতায় রাজধানীর সিএমএইচে ভর্তি হন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন