চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী আয়োজনের পাশাপাশি একটি প্লেনারি সেশনে বক্তব্য দেয়ার কথা রয়েছে তার।
৩ দিনব্যাপী ‘ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম’স অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস ২০১৯ শীর্ষক এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান, ব্যবসায়ী, সুধী সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ এবং শিল্পীসহ প্রায় ১ হাজার ৮শ’রও বেশি প্রতিনিধি যোগদান করেছেন। এটি ডব্লিউইএফ সামার দাভোস নামেও পরিচিত।
সম্মেলনের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘লিডারশীপ ৪.০- সাকসিডিং ইন এ নিউ এরা অব গ্লোবালাইজেশন।’ আজ সকালে চীনের প্রধানমন্ত্রী লী কেকিয়াং দালিয়ান আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে এই অ্যানুয়াল মিটিং উদ্বোধন করেন।
এরআগে সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি। ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১২টার কিছু পরে চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের ঝশৌইজি আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। দালিয়ানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিম ও দালিয়ান সিটি মেয়র তান চেংসু।
এই সম্মেলন থেকে বিশ্ব পরিবেশগত চ্যালেঞ্জ, আঞ্চলিক প্রতিযোগিতা, অর্থনৈতিক অসমতা এবং প্রযুক্তিগত সংকটের বিষয়ে নতুন পরিকল্পনা প্রণয়নের আহবান জানানো হবে।
উল্লেখ্য, টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এবারই প্রথম চীন সফরে গেলেন সরকার প্রধান। গুরুত্বপূর্ণ এই সফরে দেশটির প্রেসিডেন্ট শি চিন পিং ও প্রধানমন্ত্রী লি খাচিয়াং এর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সূত্র: বাসস
বিডি প্রতিদিন/হিমেল