রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বেসরকারি হজ এজেন্সিগুলোর প্রতারণা আর অব্যবস্থাপনার কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। কোনো ব্যক্তি বা এজেন্সির বিরুদ্ধ হজ ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ উঠলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
আজ বিকেলে আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এসময় হজব্রত পালনের জন্য ক্যাম্পে উপস্থিত হাজীদের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি।
এছাড়া বাংলাদেশে হাজিদের জন্য নতুন চালু হওয়া সৌদি সরকারের প্রি ইমিগ্রেশন ব্যবস্থার প্রশংসা করেন রাষ্ট্রপতি। পাশাপাশি হজ ব্যবস্থাপনায় বেসরকারি এজেন্সিগুলোর প্রতারণা নিয়ে কথা বলেন তিনি। ব্যবসার নামে প্রতারণা করলে কঠোর শাস্তি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন রাষ্ট্রপতি।
বিডি প্রতিদিন/হিমেল