রাজধানীতে পুলিশের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হামলাকারীরা ছোটখাট ঘটনা দিয়ে টেস্ট কেস হিসেবে বড় ধরনের হামলা ঘটাতে পারে। পুলিশের ওপর তিন চারটি হামলার সিস্টেমকে পরবর্তীতে বড় ধরনের হামলার ঘটনার টেস্ট কেস হিসাবে নিতে পারে।
রবিবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। শনিবার রাতে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় মন্ত্রীর গাড়িবহর যানজটে পড়লে প্রটেকশনের পুলিশের সদস্যরা নেমে যানজট ছাড়াতে যান। এ সময় তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ হামলার ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।
ওবায়দুল কাদের বলেন, পুলিশ ও গোয়েন্দাদের তৎপরতা বেড়েছে। পুলিশের সূত্র থেকে নিশ্চিত হয়েছি, এই হামলা মন্ত্রীর ওপর টার্গেট ছিল না।
বিডি প্রতিদিন/ফারজানা