আগামীকাল সোমবার থেকে ভারতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর সম্প্রচার শুরু হচ্ছে। এ উপলক্ষে আগামীকাল সোমবার বিকাল ৩ টায় রামপুরা বিটিভির মিলনায়তনে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এই সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করবেন। খবর বাসসের।
ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দুরদর্শনের ডিটিএইচ প্লাটফরম ডিডি ফ্রি ডিশ এর মাধ্যমে এই সম্প্রচার কার্যক্রম পরিচালনা করবে বিটিভি।
তথ্য সচিব আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ডা. মো: মুরাদ হাসান এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
বিডি-প্রতিদিন/মাহবুব