তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সংস্কৃতি, গণমাধ্যম ও যোগাযোগ ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক জোরদারের প্রত্যাশায় ভারতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ঢাকায় রামপুরাস্থ বিটিভির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতে বিটিভির সম্প্রচার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, '২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি চুক্তির মাধ্যমে সেখানে বিটিভি সম্প্রচারের যৌথ ঘোষণা দেন। তারই পরিপ্রেক্ষিতে এ বছর ৭ মে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি ওয়ার্কিং চুক্তি সম্পাদিত হয়। এখন দুই দেশের মানুষ এক অপরের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।'
এ সময় দুই প্রতিবেশী দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সাদৃশ্যের উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, 'বাংলাদেশ ও ভারতের সংস্কৃতির মধ্যে মিল রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ভাষা একই।' তিনি আশা প্রকাশ করেন যে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক ও অন্তরঙ্গতা ভবিষ্যতে আরও জোরদার হবে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ