৮ জুলাই, ২০২০ ১১:১৫

নর্থ মেসিডোনিয়ায় ট্রাক থেকে ১৪৪ বাংলাদেশি উদ্ধার

অনলাইন ডেস্ক

নর্থ মেসিডোনিয়ায় ট্রাক থেকে ১৪৪ বাংলাদেশি উদ্ধার

নর্থ মেসিডোনিয়ায় একটি ট্রাক থেকে ১৪৪ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। সোমবার গভীর রাতে গ্রিসের দক্ষিণ সীমান্ত এলাকা থেকে নিয়মিত টহলের সময় ৬৩ জন অপ্রাপ্তবয়স্কসহ মোট ২১১ জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই বেশি।

এদিকে, দুই শতাধিক অভিবাসী প্রত্যাশীর মধ্যে ৬৭ জন পাকিস্তানের বলে জানিয়েছে পুলিশ। ট্রাকের চালকের বয়স ২৭ বছর। তিনি মেসিডোনিয়ারই নাগরিক। তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এই অভিবাসীদের একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। তাদের গ্রিসে পাঠানোর পরিকল্পনা চলছে।

উল্লেখ্য, এর আগে গত মাসের শেষ দিকে বাংলাদেশের আরও ৬৪ নাগরিককে একইভাবে ট্রাক থেকে নামানো হয়।

সূত্র: আল-জাজিরা


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর