রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে ছয় মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ। এছাড়াও ৪০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
আজ রবিবার সকালে ১০ দিনের রিমান্ড শেষে সাহেদকে ঢাকা মহানগর হাকিম আদালত হাজির করা হয়।
করোনা চিকিৎসায় রিজেন্ট হাসপাতালের ভয়াবহ জালিয়াতি ধরা পড়ার পর ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র্যাব।
বিডি প্রতিদিন/ফারজানা