রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে সাতক্ষীরায় দায়ের করা অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে সাতক্ষীরা আদালত। এই নিয়ে ঢাকা ও সাতক্ষীরা দায়ের করা পাঁচ মামলায় মোট ৩৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার দুপুরে র্যাবের-লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল আশিক বিল্লাহ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, র্যাবের বিশেষ অভিযানে সাতক্ষীরার দেবহাটা উপজেলা থেকে সাহেদ করিমকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছিল। ওই মামলায় সাতক্ষীরা আদালত সাহেদ করিমের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তিনটি ও উত্তরা পূর্ব থানায় প্রতারণার এক মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিন করে মোট ৪০ দিনের রিমান্ড আবেদন করে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম ও এমডি মাসুদ পারভেজকে আদালতে তাদের হাজির করা হয়। চার মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়াও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজেরও ২১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক