পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৩২তম স্প্যান আজ রবিবার সকাল সোয়া নয়টার দিকে বসানো হয়েছে। এতে সেতুর ৪ হাজার ৮০০ মিটার দৃশ্যমান হয়েছে। ৩২তম স্প্যান বসানোর মাধ্যমে মূল সেতুর ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
এদিকে নদী শাসনের অগ্রগতি হয়েছে ৭৪ দশমিক ৫ শতাংশ এবং সার্বিক অগ্রগতি হয়েছে ৮১ দশমিক ৫ শতাংশ। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ৪ ও ৫ নম্বর পিলারের উপর বসানো হয় স্প্যানটি। এর আগে শনিবার সারাদিন স্প্যানটি বসানোর চেষ্টা করা হলেও তীব্র স্রোতের কারণে সেটি বসানো সম্ভব হয়নি।
পদ্মা সেতু প্রকল্পের ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, আজ সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৪ ও ৫ নম্বর পিলারের উপর সেতুর ৩২তম স্প্যানটি বসানো হয়েছে। আর মাত্র নয়টি স্প্যান বসানো বাকি থাকল।
তিনি আরও জানান, বাকী নয়টি স্প্যান ডিসেম্বর মাসের মধ্যেই বসানো শেষ হবে। স্প্যানগুলো মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে আছে। সেতুর ১ ও ২ নম্বর পিয়ারের ওপর 'ওয়ান-এ' স্প্যান, ২ ও ৩ নম্বর পিয়ারের ওপর 'ওয়ান-বি' স্প্যান, ৩ ও ৪ নম্বর পিলারের ওপর 'ওয়ান-সি' স্প্যান বসতে পুরোপুরি প্রস্তুত আছে। আগামী ২০ অক্টোবর ৩৩তম স্প্যানটি ৩ ও ৪ নম্বর পিয়ারে বসানোর কথা আছে।
২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।
বিডি প্রতিদিন/ফারজানা/আবু জাফর