সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলা একাডেমির সচিব হলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহা. নায়েব আলী।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়। এ ছাড়া প্রশাসনে আরও কয়েকটি পদে রদবদল করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল মান্নানকে একই বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের অধীনে দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার প্রবর্তন (প্রথম পর্যায়) শীর্ষ প্রকল্পের পরিচালক সৈয়দ তৌহিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) করা হয়েছে।
পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব স্বপন কুমার ঘোষকে একই বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ