জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি ত্রাণ সামগ্রী নিয়ে সিলেটের বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন। জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে তারই ধারাবাহিকতায় জাতীয় পার্টি হবিগঞ্জ লাখাই রোডে রিচি বাম কান্দিয়ায় বন্যার্তদের সাহাযার্থে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ সামগ্রী বিতরণ শেযে দেশবাসীর উদ্দ্যেশে বিদিশা এরশাদ বলেন, দেশের আপদকালীন সময়ে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি একটি শক্তিশালী টিম গঠন করে দিয়েছি। অসহায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য জাপা নেতৃবৃন্দ যার যার অবস্থান থেকে সাহায্য সহযোগিতা চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। এটি চলমান প্রক্রিয়া, সারা দেশের যে সব জায়গায় প্লাবিত হয়েছে ক্রমান্বয়ে ত্রাণ কার্যক্রম সারা দেশে অব্যাহত থাকবে । এ দেশ আমার আপনার-এই কথাটি মাথায় রেখে দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিত্তবান মানুষদেরও পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানান।
ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া, জাতীয় পার্টির সুযোগ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ মহোদয়ের আইন ও রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান, যুগ্ম মহাসচিব মেজর (অব.) সিকদার আনিসুর রহমান, কর্নেল (অব.) হাবিবুল হাসান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাফিজ মাহবুব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) শিবলী মোহাম্মদ সাদিক, পীরজাদা সৈয়দ জুবায়ের আহমেদ, গোলাম মুস্তফা পাটোয়ারি, এড.সালেহ চৌধুরী (সিলেট মহানগর সভাপতি), এড. কবীর আহমেদ (সিলেট জেলা সভাপতি) ও সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আরাফাত