মিয়ানমার ইস্যুতে সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক মহলকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।
সোমবার এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।
রওশন এরশাদ বলেন, অতি সম্প্রতি মিয়ানমান তাদের রোহিঙ্গা বিদ্রোহী দমনের নামে যে গোলাবারুদ ও কামান ব্যবহার করা হচ্ছে, তা বেশ কয়েকদিন ধরে বাংলাদেশ সীমান্তে এসে পড়ছে। যা আর্ন্তজাতিক শিষ্টাচার লঙ্ঘন এবং দুই দেশের তিক্তকর সম্পর্ক আরও গভীর করে তুলছে।
মিয়ানমারের সাম্প্রতিক আচরণের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, গত ৪০ বছর ধরে রোহিঙ্গা ইস্যুটি একটি তিক্তকর বিষয় হিসেবে ঝুলে আছে। ১৯৭৭ সাল থেকে দীর্ঘদিন মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠিকে দেশচ্যুত করে আসছে। ২০১৭ সালে একসঙ্গে প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে হত্যা, ধর্ষণ ও নানা কায়দায় অত্যাচার চালিয়ে বাস্তুচ্যুত করে বাংলাদেশের ভূমিতে ঠেলে দেয়। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক দিক বিবেচনা করে বাস্তুচ্যুত রোহিঙ্গা গোষ্ঠিকে দেশের মাটিতে অবস্থানের সুযোগ করে দেন।
বর্তমানে প্রায় ১৫ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠি বাংলাদেশে অবস্থানের কারণে কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় জনজীবন ও প্রাণ-প্রকৃতির বিপর্যয়কর অবস্থা সৃষ্টি হচ্ছে।
বিডি প্রতিদিন/আরাফাত