পঞ্চগড়ে এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নির্ণয় করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার।
শুক্রবার ভোর ছয়টায় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস নির্ণয় করা হয়েছে। গত দুই বছরের সর্বনিম্ন তাপমাত্রাও এটি। তীব্র ঠাণ্ডা এবং ঘণকুয়াশায় আচ্ছাদিত হয়ে আছে পঞ্চগড়ের সবকিছু। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে অবস্থান করছে। মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। এতে জনজীবনে চরম বিপর্যয় নেমে এসেছে। সকালে দোকান পাট খুলছেন না ব্যবসায়ীরা। সন্ধ্যার পরপরই বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। অফিস আদালতেও দেখা দিয়েছে স্থবিরতা। সকাল ১০টার আগে অনেকেই আসছেন না অফিসে।
দরিদ্র খেটে খাওয়া মানুষ তীব্র সংকটে পড়েছে। এই অবস্থাতেও কাজে যেতে হচ্ছে তাদের। পঞ্চগড়ে ২ লাখ দরিদ্র ও ছিন্নমূল মানুষ রয়েছে।
এদিকে গ্রামীণ মানুষের শীত নিবারণের একমাত্র উপায় এখন খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানো। কিন্তু আগুন পোহাতে গিয়ে জেলায় ৩৩ জন অগ্নিদগ্ধ হয়েছে। মৃত্যুবরণ করেছেন ১ জন।
আবহাওয়া অফিস বলছে, জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। এই অবস্থা আরও কয়েক দিন অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন